‘প্রত্যর্পণ বিল’ বাতিলের বিষয়ে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হংকংয়ে ‘প্রত্যর্পণ বিল’ বাতিলের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের অবস্থান,  ছবি: সংগৃহীত

হংকংয়ে ‘প্রত্যর্পণ বিল’ বাতিলের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের অবস্থান, ছবি: সংগৃহীত

হংকংয়ে ‘প্রত্যর্পণ বিল’ বাতিলের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা জি ২০ সম্মলেনকে সামনে রেখে বিশ্ব নেতাদের কাছে সাহায্যের আবেদন করেছেন। 

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২৮ ও ২৯ জুন জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে জি ২০ সম্মেলন। সম্মেলনে অংশ নেওয়া ২০টি দেশের নেতাদের কাছে বিক্ষোভকারীরা সাহায্যের আবেদন জানিয়েছেন। 

বিজ্ঞাপন

‘লিবারেট হংকং’ এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কালো পোশাকে প্রতিবাদ মিছিল বের করেন বিক্ষোভকারীরা।  

 লিবারেট হংকং
'লিবারেট হংকং' স্লোগানে অবস্থান নেন বিক্ষোভকারীরা, ছবি: সংগৃহীত

 

দুই সপ্তাহ ধরে শত শত বিক্ষোভকারী শহরের কেন্দ্র স্থলে বিতর্কিত ‘প্রত্যর্পণ বিল’ বাতিলের জন্য সমাবেশ করে আসছে। বুধবার মিছিল শেষে এক সমাবেশে হংকংয়ের অস্থিতিশীল অবস্থা ও রাজনৈতিক মুক্তির লড়াইয়ে বিশ্ব নেতাদের কাছে সাহায্য চান তারা।

গণ বিক্ষোভের মুখে গত ১৫ জুন হংকংয়রে প্রধান নির্বাহী ক্যারি ল্যাম প্রত্যর্পণ বিল স্থগতিতের ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবিতে রাস্তায় নামেন।

 হংকং বিক্ষোভ
বুধবার (২৬ জুন) সন্ধ্যায়  বিক্ষোভকারীরা কালো পোশাকে অবস্থান নেন, ছবি: সংগৃহীত

 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সচিব মাইক পম্পে বলেন, আমি আশা করি ডোনাল্ড ট্রাম্প চীনের প্রধানমন্ত্রী শি জিংম্পিংয়ের সাথে প্রত্যর্পণ বিল নিয়ে আলোচনা করবেন।  

জি ২০ সম্মেলনকে কেন্দ্র করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, বেইজিং প্রত্যর্পণ বিল সংক্রান্ত কোনো বিষয় অনুমোদন করবে না। এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নিবে না। 

ফলে জি ২০ সম্মেলনে প্রত্যর্পণ বলের সুরাহার বিষয়টি এখনও অস্পষ্ট। 

আরও পড়ুন, 

হংকংয়ে বিক্ষোভ: ক্যারি ল্যামের পদত্যাগ দাবি 

চীনের প্রত্যর্পণ বিলের প্রতিবাদে নতুন ‘আমব্রেলা মুভমেন্ট’

প্রত্যর্পণ বিল স্থগিত করল হংকং সরকার