কানাডা থেকে মাংস আমদানিতে চীনের নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কানাডা থেকে মাংস আমদানিতে চীনের নিষেধাজ্ঞা জারি, ছবি: সংগৃহীত

কানাডা থেকে মাংস আমদানিতে চীনের নিষেধাজ্ঞা জারি, ছবি: সংগৃহীত

জাল সনদের অভিযোগ এনে কানাডা থেকে সকল প্রকার মাংস আমদানিতে চীন সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন
 চীনের মাংসের বাজার।
 চীনের মাংসের বাজার, ছবি: সংগৃহীত

 

সূত্র জানায়, কানাডা থেকে আমদানি করা মাংস পরীক্ষায় ক্ষতিকর রেক্টোপামাইন উপাদান পাওয়া গেছে। 

কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস তাদের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, পশুর স্বাস্থ্য সনদ জালের অভিযোগে সকল প্রকার মাংসের অর্ডার বাতিল করা হয়েছে। দেশের সাধারণ ক্রেতাদের নিরাপত্তার কথা ভেবে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 সোয়াইন ফ্লূর প্রভাবে চীনের মাংসের বাজারে মাংসের দামের উর্ধগতি
  চীনের বাজারে মাংসের দাম বৃদ্ধি,  ছবি: সংগৃহীত

 

ইতোমধ্যে কানাডা সরকারকে রফতানি সনদ বাতিলের অনুরোধ করেছে বেইজিং।

হংকং সেন্টার ফর ফুড সেফটি অনুসারে, মানবদেহে রেক্টোপামাইন ক্ষতিকর প্রভাব ফেলে। পশুর মোটাতাজা করণে এই উপাদান ব্যবহার করা হয়।

 চায়না বন্ধ কানাডার মাংস আমদানী
চায়নাতে আমদানিকৃত মাংস, ছবি: সংগৃহীত

 

ইউরোপীয় ইউনিয়নে রেক্টোপামাইনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় অবাধে ব্যবহার হয়।

এদিকে, সোয়াইন ফ্লু’র প্রভাবে চীনে লাখ লাখ পশু মারা গেলে, দেশটিতে মাংসের ঘাটতি দেখা দেয়। পাশাপাশি বাজারে মাংসের দামও বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকার মাংস আমদানি করার সিদ্ধান্ত নেয়।

বিশ্লেষকরা বলছেন, কানাডা থেকে মাংস আমদানি বন্ধের এই সিদ্ধান্ত দেশটির মাংসের চাহিদা পূরণে প্রভাব ফেলতে পারে।