যুক্তরাজ্যে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে জেরেমি ও বরিস

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেরেমি হান্ট ও বরিস জনসন  ছবি: সংগৃহীত

জেরেমি হান্ট ও বরিস জনসন ছবি: সংগৃহীত

গত ২০ জুন যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের তৃতীয় দফার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে চূড়ান্ত পর্বে জেরেমি হান্ট ও বরিস জনসন প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য নির্বাচিত হন।

এদিকে তৃতীয় দফার (২০ জুন) ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ও পরিবেশমন্ত্রী মাইকেল গোভ বাদ পড়েন। মাত্র ২ ভোটের ব্যবধানে মাইকেল গোভ চূড়ান্ত লড়াই থেকে ছিটকে পড়েছেন।

বিজ্ঞাপন

সমালোচকরা ইতোমধ্যে বরিস জনসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন।

দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্টের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করা হবে। চুড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কনজারভেটিভ দলের এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য ভোট দিবেন। আগামী ২২ জুন থেকে শুরু হবে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ২২ জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ব্রিটেনের দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই গত তিন বছর ধরে ব্রেক্সিট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন মে। এই নিয়ে দেশটির পার্লামেন্টে বেশ কয়েক বার ভোটও হয়েছে। এতে কয়েক বার মে’র পক্ষে রায় গেলেও পার্লামেন্টে নিয়মিত তোপের মুখে ছিলেন তিনি। এতে অনেকেই আশঙ্কা করেছিলেন যেকোনো সময়ই পদত্যাগ করতে পারেন মে।

আরও পড়ুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ

যুক্তরাজ্যে প্রথম পর্বের নির্বাচনে এগিয়ে বরিস জনসন