রবীন্দ্রনাথের উক্তি অন্যের নামে চালিয়ে সমালোচিত ইমরান খান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টুইটারে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর পোস্ট/ ছবি: সংগৃহীত

টুইটারে দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর পোস্ট/ ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নেটিজেনদের আক্রমণের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। হওয়ারই কথা, উপমহাদেশের প্রখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিকে তিনি অন্যের নামে যে চালিয়ে দিয়েছেন।

বুধবার (১৯ জুন) ইমরান তার ভেরিফায়েড টুইটারে অণুপ্রেরণামূলক একটি উক্তি পোস্ট করেন। ইংরেজি ভাষায় লেখা উক্তির বাংলা করলে দাঁড়ায়, ‘আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন শুধুই আনন্দে পরিপূর্ণ। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন কাজে পরিপূর্ণ। আমি কাজ করলাম এবং দেখলাম কাজই আনন্দ।’

বিজ্ঞাপন

কিন্তু বিপত্তি বাঁধে অন্যখানে। উক্তিটাকে লেবাননের বিখ্যাত কবি কাহলিল জিবরানের বলে পাক প্রধানমন্ত্রী জানালেও সেটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের। ইমরান লেখেন, ‘যারা জিবরানের জ্ঞানকে বুঝতে চান তারা নিচের উক্তিটা দেখতে পারেন, তৃপ্তির জীবনধারণ হয়তো একেই বলে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/20/1561028460864.jpg

ইমরানের টুইটার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাক প্রধানমন্ত্রীর ‘জ্ঞানের গভীরতা’ দেখে খানিকপরেই টুইটারের সমালোচনা শুরু করেন নেটিজেনরা।

পাকিস্তানের এক সাংবাদিক ইমরানের টুইটের প্রতিউত্তরে লেখেন,‘ প্রধানমন্ত্রী, আমার ধারণা কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের।’

অপরজন মন্তব্য করেন, ‘তিনি কি আসলেই প্রধানমন্ত্রী, নাকি অন্যকিছু। দার্শনিক উক্তি পোস্ট করার আগে যাচাই করারও প্রয়োজনবোধ করেন না, আদৌ উক্তিটা কার?’

কেউ কেউ ইমরান খানকে পরামর্শ দিয়ে বলেন, ‘খান সাহেব, এটা ঠাকুরের উক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর জানাশোনা ও শিক্ষিত একটি টিম আপনার খুব দরকার হয়ে দাঁড়িয়েছে।’