এভারেস্টের চূড়ায় বসল আবহাওয়া স্টেশন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এভারেস্টের চূড়ায় বসানো হয়েছে আবহাওয়া স্টেশন, ছবি: সংগৃহীত

এভারেস্টের চূড়ায় বসানো হয়েছে আবহাওয়া স্টেশন, ছবি: সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আবহাওয়ার খবর পেতে এভারেস্টের চূড়ায় বসানো হলো বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন। এর ফলে এভারেস্টের তাপমাত্রা পরিমাপ করতে সহজ হবে আবহাওয়াবিদদের।

এভারেস্টের চূড়ায় আবহাওয়া স্টেশন বসানোর সাফল্যের খবর ইতোমধ্যেই ঘোষণা করেছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি।

বিজ্ঞাপন

এভারেস্টের চূড়ায় বসল আবহাওয়া স্টেশন

এভারেস্টের তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে। ফলে সেখানে তাপমাত্রা পরিমাপ করতে কষ্টের মুখে পড়তেন আবহাওয়াবিদরা। এভারেস্টের চূড়ায় আবহাওয়া স্টেশন স্থাপনের ফলে সে সমস্যার সমাধান হলো।

ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এভারেস্টের চূড়ায় একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায়ও এটি নির্ভুল তথ্য দেবে। যা থেকে শুধু পর্বতারোহী নয় সাধারণ মানুষও উপকৃত হবে।