কাশ্মীরে পাক-ভারতের গোলাগুলি, ‘বেসামরিক নাগরিক’ নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল, ছবি: সংগৃহীত

পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল, ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি জেলায় পাক ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুই শিশুসহ অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তা নসরুল্লাহ খান জানান, নিয়ন্ত্রণ রেখার নাকায়েল এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ ঘটনায় নিহত চারজনের মধ্যে এক নারী ও তার দুই শিশুসন্তান রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা শরিক তারিক জানান, রাতে ওই এলাকায় ভারতের একটি মর্টার শেল আঘাত হানে। এতে ওই নারীসহ ও তার মেয়ে ও ছেলে মারা যায়। আরেকটি মৃত্যুর ঘটনা ঘটে আধা-স্বায়ত্তশাসিত কয়রাট্টা শহরে।

সূত্র: আল জাজিরা