ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সরলো রাশিয়াও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর এবার ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার এই ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন শুরু করবে তার দেশ।

এমনকি, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা না করার নির্দেশও দিয়েছেন পুতিন।

বিজ্ঞাপন

শীতল যুদ্ধকালীন ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইএনএফ চুক্তিটি হয়েছিল। চুক্তি অনুযায়ী, উভয়পক্ষকেই ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপ থেকে সরিয়ে নিতে হয়েছিল। মস্কো ও ওয়াশিংটন যেন নতুন করে ইউরোপে এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করতে পারে, সে বিষয়েও নিষেধাজ্ঞা ছিল।

কিন্তু দীর্ঘদিন ধরেই উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে চুক্তিটি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

এর একদিন পরই পাল্টা জবাব দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের মার্কিন অংশীদারেরা ঘোষণা দিয়েছেন যে, এই চুক্তির সঙ্গে থাকবেন না। আমরাও এটি থেকে বের হয়ে যাচ্ছি। তারা এ নিয়ে গবেষণা করার ঘোষণা দিয়েছে। আমরাও সেরকমটা করব।

সূত্র: আল জাজিরা