জিবুতির উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ১৩০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পৃথিবীর মানচিত্রে জিবুতি

পৃথিবীর মানচিত্রে জিবুতি

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসী বোঝাই দু’টি নৌকা ডুবে অন্তত ১৩০ জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)।

সংস্থাটি জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব দিকে ম্যানগ্রোভ বনসমৃদ্ধ গোদরিয়া উপকূলে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা দু’টি বিশাল ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারীরা। প্রথমে তারা দুই জনকে জীবিত উদ্ধার করে। পরে তিন নারী ও দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

ঘটনাস্থলে কোস্টগার্ডের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকারী দুইটি নৌযান উদ্ধার অভিযানে নিয়োজিত আছে।

মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকটের কারণে দুর্ঘটনার শিকার এই অভিবাসীরা ভূমধ্য সাগর দিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করছিলেন।