ব্যবসায় ফিরবে হলমার্ক: অর্থমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিফ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ব্রিফ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সোনালী ব্যাংক ঋণ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলমার্ক গ্রুপ আবার ব্যবসায় ফিরবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হলমার্ক টাকা দেবে। সবাই টাকা দেবে, এটা বিশ্বাস রাখেন। তারা আবার ব্যবসায় ফিরবে, সবাই ব্যবসায় ফিরবে। আমি নতুন করে ব্যবসায়ী সৃষ্টি করতে পারব না। যারা আছে, তাদের দিয়েই ব্যবসা করতে হবে। আমি চাই, আমার টাকাটা দিয়ে দিক, সুন্দরভাবে জীবন-যাপন করুক।’

হলমার্ক নাকি চিঠি দিয়ে উল্টো সরকারের কাছে টাকা চেয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবসা তারা করবে, তার আগে আমাদের টাকা তাদের শোধ করতে হবে। তাদের সব সক্ষমতা আছে। ব্যবসায়ীরা কখনও শেষ হয়ে যায় না। ব্যবসায়ীরা জানে সব সময় একটা বর্ষাকাল আছে, সেটা মাথায় রেখেই কাজ করে।’

সাভারে তাদের ফ্যাক্টরি সম্পূর্ণ অচল হয়ে গেছে-সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ফ্যাক্টরি অচল হলে তার নিচে যে গোল্ড মাইন আছে সেটা কি করবেন? নতুন অ্যারেঞ্জমেন্ট যখন হবে, তখন জানতে পারবেন।’