সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর)।

গত ২৫ আগস্ট (রোববার) এনবিআরের চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূঁইয়া প্রজ্ঞাপনে সাক্ষর করেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ১৯৮৪-এর সেকশন ৪৪-এর সাব-সেকশন(৪) এর ক্লজ(বি) ক্ষমতা বলে সকল প্রকার সঞ্চয়পত্রে, ক্রয়কাল নির্বিশেষে, পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে এইরুপ বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর অডিনেন্সের সেকশন ৫২-ডি এ উল্লেখিত উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের ওপর ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়। এরপর অর্থমন্ত্রী ৫ লাখ টাকা পর্যন্ত পূর্বের মতোই ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করেন। প্রায় ২ মাস পর এনবিআর তার প্রস্তাবের আলোকে প্রজ্ঞাপন জারি করল।