কাওয়াসাকির সুপার স্পোর্টস বাইক এখন দেশে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) নামে দুটি বাইকের উন্মোচন

কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) নামে দুটি বাইকের উন্মোচন

বাইকপ্রেমীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো সুপার স্পোর্টস বাইক কাওয়াসাকি নিনজা ১২৫ (এবিএস) ও কাওয়াসাকি জেড ১২৫ (এবিএস) নামে দুটি বাইক নিয়ে এসেছে কাওয়াসাকি বাংলাদেশ।

শুক্রবার (২ আগস্ট) থেকে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাগশিপ শো-রুম ও রামপুরা ডিলার পয়েন্টে পাওয়া যাবে বাইক দুটি।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর একটি হোটেলে দেশের বাজারের জন্য বাইক দুটি উন্মোচন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের পরিচালক কোসুকি ইয়োসিদা এবং অপারেশন ম্যানেজার সাফাত ইসতিয়াক বাইক দুটি উন্মোচন করেন।

বাইকপ্রেমীরা বলছেন, দেশের মোটরসাইকেল শিল্পকে নতুন এ বাইক দুটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অতুলনীয় পারফরমেন্স ও ভালোমানের জন্য দেশের অন্য প্রতিযোগী বাইকগুলোর তুলনায় সুপার স্পোর্টস বাইক দুটি এগিয়ে থাকবে।

অনুষ্ঠানে কাওয়াসাকি বাংলাদেশের ডিরেক্টর ইয়োসিদা বলেন, অনন্য বৈশিষ্ট্যের অত্যাধুনিক বাইক দুটি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পে নতুন যুগের সূচনা করবে। আশা করি শক্তিশালী ও নতুন প্রযুক্তির কাওয়াসাকি মোটরসাইকেল দুটি বাংলাদেশের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

কাওয়াসাকি বাংলাদেশের সঙ্গে জড়িতরা বলছেন, বাংলাদেশে মোটরবাইকেলের ইঞ্জিন সক্ষমতা ২৫০ সিসি করা হলে, ভবিষ্যতে আরও সাড়া জাগানো বাইক দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।