চলতি গ্রীষ্মে দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য বিশেষ সুবিধা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ৫০০-এর অধিক রিটেইল আউটলেট, অবকাশ কেন্দ্রে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। এমিরেটস যাত্রীদের বোর্ডিং পাসটিই বিশেষ মেম্বারশিপ কার্ডই মাই এমিরেটস পাস হিসেবে বিবেচিত হবে।

বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণকারীরা দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের ৪০০-এর অধিক ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, প্রায় ৫০টি স্পা, ইনডোর স্কিইং ও জল-বিনোদন পার্কসহ বিভিন্ন অবকাশ কেন্দ্রে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। ফ্যাশন এবং ফিটনেস ব্র্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক আউটলেটে মাই এমিরেটস পাসধারীদের ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে, দুবাই বিশ্বের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। বিভিন্ন বিনোদন ব্যবস্থার পাশাপাশি এখানে রয়েছে বিশ্ব মানের শপিং এবং বিভিন্ন দেশের খাবারের সমারোহ।

এমিরেটস তার দুবাই হাব থেকে বিশ্বের ৮৬টি দেশের ১৫০টির অধিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।