দেশে ৭ লাখ কোটি কালো টাকা রয়েছে: বারকাত

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেগুনবাগিচার জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা সভায় আবুল বারকাতসহ অন্যরা, ছবি: বার্তা২৪.কম

সেগুনবাগিচার জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা সভায় আবুল বারকাতসহ অন্যরা, ছবি: বার্তা২৪.কম

দেশে এখন ৭ লাখ কোটি টাকার বেশি কালো টাকা আছে জানিয়ে আসছে বাজেটে কালো টাকা উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর  সেগুনবাগিচার জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা সভায়  তিনি এ মন্তব্য করেন। এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় এসময় এনবিআরের একাধিক সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি অর্থনীতিবিদ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আবুল বারকাত বলেন, ‘বর্তমানে দেশে ৭ লাখ কোটি টাকার বেশি কালো টাকা আছে। যা সরকারের দুটি  অর্থবছরের বাজেটের সমান। অর্থাৎ এ টাকা দিয়ে সরকার দুটি অর্থবছরের বাজেট পরিচালনা করতে পারবে।’

তিনি বলেন, ‘সব কালো টাকা উদ্ধার করে, একসঙ্গে অর্থনীতির মূলস্রোতে আনা সম্ভব নয়। তবে কীভাবে অর্থনীতিতে আনা যায় বাজেটে তার একটি পরিকল্পনা থাকা দরকার। আসছে বাজেটে  অন্তত ২৫-৩০ হাজার কোটি টাকা যাতে উদ্ধার করা  যায় সেই প্রণোদনা থাকা উচিত বলে মত দেন তিনি।'

অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, প্রতি বছর ৭০-৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তা রোধ করারও সুস্পষ্ট উদ্যোগ বাজেটে রাখা দরকার। এছাড়াও মাদক ও চোরাচালানের বিষয়ে গুরুত্বারোপের সময় এসেছে বলে মনে করেন তিনি।'