বিএসইসি’র ঔদ্ধত্যপূর্ণ আচরণে সিএমজেএফ’র প্রতিবাদ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সঙ্গে বিএসইসি’র দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে পুঁজিবাজার রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

সোমবার (২৫মার্চ) সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সোমবার দুপুরে বিএসইসি’র আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় আক্রমণে গোটা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ব্যথিত করেছে। এতে গোটা গণমাধ্যম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিএমজেএফ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সিএমজেএফ মনে করে, বিএসইসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এই আচরণ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করবে, যা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। একটি দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে কঠোর কর্মসূচি দেওয়ার আগে সিএমজেএফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসির চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছে।

আর এর গ্রহণযোগ্য সমাধান না হলে সাংবাদিকদের মর্যাদার স্বার্থে সিএমজেএফ কঠোর কর্মসূচি দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিএসইসি‘র অসৌজন্যমূলক আচরণে সংবাদ সম্মেলন বয়কট