পর্দা নামলো বাণিজ্য মেলার

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ছবি: বার্তা২৪

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ছবি: বার্তা২৪

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপী ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এর।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এবারের মেলা ভালো হয়েছে। রফতানি অনেক ভালো ছিল। উদ্বোধনী দিনসহ আরও একদিন আমি মেলায় এসেছি। ঘুরে ঘুরে দেখেছি মেলার স্টলগুলো। বেশ ভালো লেগেছে।

বাণিজ্য মেলার স্থান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলছেন পূর্বাচলে স্থানান্তর করার কথা। আমার মনে হয় সেটা হবে না। কারণ, এখানেই জায়গা সংকুলান হয় না ওখানে তো জায়গা আরও কম। তাহলে কীভাবে সম্ভব। এখানে যে জায়গা রয়েছে আগামী ১০ বছর পর বাণিজ্য মেলা কোথায় হবে তা ভাবতে হবে। কারণ এখানে জায়গা সংকুলান হবে না।

চলতি বছরের ৯ জানুয়ারি শুরু হওয়া মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্যাভিলিয়ন ১১০ টি, মিনি প্যাভেলিয়ন ৮৩ টি, এবং ৪১২ টি স্টল রেস্তোরাঁসহ মোট ৬০৫ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসএম রেজওয়ান হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।