সূচক কমে উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সূচক কমে উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে। ছবি: প্রতীকী

সূচক কমে উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে। ছবি: প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট এবং সিএসইএক্স কমেছে ১ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। তবে বেলা পৌনে ১১টার পর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১১টা ২০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে কমে যায়। বেলা সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮১০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, মুন্নু স্ট্যাফলার্স, খুলনা পাওয়ার কোম্পানি, মুন্নু সিরামিক, সায়হাম কটন মিল এবং প্রিমিয়ার ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১ পয়েন্ট কমে ১০ হাজার ৮১৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪১০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মোজাফর হোসেনে স্পিনিং মিল।