‘যুব উন্নয়নে শিল্প উপযোগী শিক্ষাব্যবস্থার চেষ্টা চলছে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদারকে সংবর্ধনা / ছবি: বার্তা২৪

শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদারকে সংবর্ধনা / ছবি: বার্তা২৪

শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘শেখ হাসিনা জানেন কীভাবে দেশকে আরও উন্নত করতে হয়। আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পখাত। তাই তিনি তরুণ ও যুবসমাজের উন্নয়নে দক্ষতা বৃদ্ধির জন্য শিল্প উপযোগী শিক্ষাব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছেন।’

শুক্রবার (১৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৪-এ অবস্থিত মনিপুর স্কুল অ্যান্ড কলেজের (ব্রাঞ্চ-২) আয়োজনে প্রতিমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনেরর ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, ‘আমরা মিরপুরবাসী বিগত ৪৮ বছর পর প্রতিমন্ত্রী পেলাম। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ’

শিল্প প্রতিমন্ত্রীকে মিরপুরে একটি মানসম্মত পার্ক নির্মাণ এবং রাস্তাঘাট উন্নয়নে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547826591337.JPG

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মিরপুর ১৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত কাউঞ্চিলর মতিউর রহমান মোল্লা, মহিলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদা বেগম, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, এম এ গফুরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মিরপুর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয়রা।