করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এই আহবান জানিয়েছেন করোনা আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পেছনের কদিন ধরে জ্বর এবং শরীর ব্যথায় থাকায় শুক্রবার মাশরাফি করোনা টেস্ট করান। শনিবার, ২০ রিপোর্ট পজিটিভ আসে। নিজের ফেসবুকে এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মাশরাফি এই তথ্য জানিয়ে একটি পোস্ট দেন। দুর্যোগের এই সময়টায় দেশবাসীকে আরও সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
মাশরাফির ফেসবুকে সেই বার্তা পুরোপুরি এমন-‘আজকে (শনিবার, ২০ জুন) আমার রেজাল্ট কোভিড-নাইন্টিন পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।
আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক না, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’
আরও পড়ুন-
করোনা মোকাবেলায় মাশরাফির অনন্য উদ্যোগ