মানবতার ডাকে সাড়া দিয়ে পাশে ছিলেন ভক্তদের। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল সবকিছু! শহীদ আফ্রিদি এখন গৃহবন্ধী। করোনাভাইরাস আক্রান্ত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। নিজের নামে ফাউন্ডেশনের মাধ্যমে করোনার এই দুঃসময়ে আছেন আর্ত মানুষের পাশে।
কিন্তু গত শনিবার আফ্রিদি নিজেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তারপর থেকেই ভক্ত-সমর্থক ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা সহমর্মিতা জানাচ্ছেন পাকিস্তানের এ অলরাউন্ডারকে। যেখানে আছেন মুশফিকুর রহিম, ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর, পাকিস্তানের প্রধান নির্বাচক কোচ মিসবাহ-উল-হকসহ অনেকেই।
সবার এমন ভালবাসায় আপ্লুত আফ্রিদি। এবার তাদের ধন্যবাদ জানালেন তিনি।
টুইটারে আফ্রিদি লিখলেন, ‘আমার জন্য যারা দোয়া করছেন আর হৃদয় ছুঁয়ে যাওয়া সব মেসেজ পাঠাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এ বার্তা। সবাইকে ধন্যবাদ। দয়া করে নিরাপদ থাকুন আর কঠিন এই সময়ে অসহায়দের সাহায্য করুন।’
নিজে আক্রান্ত হলেও বন্ধ নেই আফ্রিদি ফাউন্ডেশনের কাজ। টুইটারে সেই খবরটাও জানালেন তিনি। লিখেছেন, ‘আমাদের শহিদ আফ্রিদি ফাউন্ডেশন টিম কাজ করে যাচ্ছে দেখে সত্যিই গর্ব হচ্ছে।’
সুস্থ হয়ে ফের নিজেও এই লড়াইয়ে নেমে পড়তে চান আফ্রিদি।