করোনাভাইরাসে থমকে গেছে সবকিছু। এরইমধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। কিন্তু প্রাণঘাতি এই ভাইরাসে অন্য সবকিছুর মতো নির্বাচনও পিছিয়ে দিয়েছে। এ অবস্থায় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
এরমধ্যে নির্বাচন ও কংগ্রেসে যারা আসবেন তাদের নাম নিশ্চিত করতে চাইছে বাফুফে। তবে করোনার কারণে সময়সীমা বাড়িয়েই চলেছে তারা। নতুন সময় অনুযায়ী- ১২ মে পর্যন্ত কাউন্সিলর কিংবা ভোটাররা নিজেদের নাম পাঠাতে পারবেন বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থায়। অবশ্য করোনা পরিস্থিত পর্যবেক্ষণ করে নাম পাঠানোর সময়সীমা আরও বাড়তে পারে।
প্রতি চার বছর পর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সারাদেশ থেকে প্রায় ১৪০ জন কাউন্সিলর বা ভোটার অংশ নিতে পারেন।
এদিকে করোনার এই মহামারিতে গত ২৭ মার্চ থেকে বাফুফে প্রতিদিন দুপুরে অসহায়দের রান্না করা খাবার প্রদান করছে। সোমবার প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা নারায়ণগঞ্জের ফতুল্লা, সাইনবোর্ড ও কদমতলীতে ৩৭০ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেয়াজ, আলু, তেল ও সবজি।
এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ছাড়াও উপস্থিত ছিলেন কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদসহ অনেকে।