করোনাভাইরাস আতঙ্কে গোটা দেশ। সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন ঘরে। মেনে চলছেন স্বাস্থ্য বিধি। একইসঙ্গে বিপাকে পড়েছেন নিম্ম আয়ের মানুষেরা। তাদের ঘরে খাবার নেই। সেই মানুষদের পাশে আছেন অনেকেই। তাদেরই একজন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার আছেন আর্ত মানুষের পাশে। এই মহামারির সময়ে দান করছেন দুই হাতে। একইসঙ্গে একটা সুখবরও শোনালেন আশরাফুল।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষদিকে ফের বাবা হতে যাচ্ছেন তিনি। নতুন অতিথি আসবে তার ঘরে। চিকিৎসক তাকে তেমনই ইঙ্গিত দিয়েছেন।
সেই খুশির খবরটা জানিয়ে আশরাফুল বলছিলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষ সপ্তাহে আবারও বাবা হতে যাচ্ছি। এ অবস্থায় মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে- সেই দোয়া করবেন।’
এর আগে ২০১৫ সালের ১১ ডিসেম্বরে বিয়ে করেন এই তারকা ক্রিকেটার। আশরাফুল-তাসলিমা আনিশা অর্চির ঘরে প্রথম সন্তান আসে ২০১৬ সালে। সেই কন্যা সন্তানের নাম আরিবা তাসনিম আশরাফুল। এবার সঙ্গী পেতে যাচ্ছে ছোট্ট আরিবা।
ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় নিষিদ্ধ ছিলেন আশরাফুল। এরপর ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে জায়গা হয়নি। তবে লড়ে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল করেই ফিরতে চান মূল দলে। এজন্য গৃহবন্ধী সময়ে ফিটনেস ঠিক রাখতে চলছে অনুশীলন। বাসাতেই চলে তার শরীর চর্চা। একইসঙ্গে রমজানে ধর্মচর্চাও চলছে আশরাফুলের।
এরমধ্যে করোনাভাইরাসের এ সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের দুটি প্রিয় ব্যাট নিলামে তোলা ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাট আর কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন। তা থেকে বিক্রিত অর্থ তুলে দেবেন অসহায় মানুষদের হাতে।
তার আগেই বিসিবির ‘এ’ গ্রেডে থাকা আশরাফুল তার বেতনের তিন মাসের বেতনের পুরোটাই ব্যয় তুলে দিয়েছেন আর্ত মানুষদের হাতে।