তিনি কিংবদন্তিদেরও কিংবদন্তি। স্কোয়াশ খেলাটির ইতিহাস লিখতে গেলে তার নাম নিতেই হবে। চারবারের ব্রিটিশ ওপেন চ্যাম্পিয়ন বলে কথা। পাকিস্তানের সেই সাবেক স্কোয়াশ খেলোয়াড় আজম খান করোনাভাইরাসের সংক্রমণে চলে গেলেন না ফেরার দেশে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা 'ডন' সোমবার আজম খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৫ বছর বয়সী এই কিংবদন্তির। শ্বাসকষ্ট নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপরই জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এই ধাক্কা সামলে উঠতে না পেরে শনিবারই মৃত্যু হয় স্কোয়াশ খেলোয়াড় আজম খানের।
এই কিংবদন্তি ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্কোয়াশে চারবার জেতেন ব্রিটিশ ওপেন। যদিও ইনজুরি তার ক্যারিয়ারটা আগে-ভাগেই শেষ করে দেয়। অবসরের পর ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। বসবাস করছিলেন লন্ডনে। মৃত্যু হলো সেখানেই।
দাবানলের মতোই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে চলছে মৃত্যুর মিছিল। গত সোমবার রাত পর্যন্ত ব্রিটেনে মারা গেছেন ১,৪১৫। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯,৫২২ জন।