টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:32:29

টোকিও অলিম্পিক ২০২০ এর বাছাই পর্ব বাতিল হয়ে গেছে। করোনাভাইরাসের ছোবলে বন্ধ হয়ে গেছে বিশ্বের সব ধরনের ক্রীড়া আসর। কিন্তু আয়োজকরা নির্ধারিত সময় ২৪ জুলাই-৯ আগস্টের মধ্যে শেষ করতে চায় বিশ্বের এই বৃহত্তম ক্রীড়া মহাযজ্ঞ। আয়োজকদের এমন অনড় অবস্থানের কারণে সারা দুনিয়ার অ্যাথলিটরা সমালোচনার ঝড় বইয়ে দিয়ে চলেছেন।

অ্যাথলিটদের দাবী ও তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে টোকিও অলিম্পিক ২০২০ স্থগিত করার আর্জি জানিয়েছেন যুক্তরাষ্ট্র অ্যাথলেটিকসের নতুন চেয়ারম্যান নিক কোওয়ার্ড। তার মতে, করোনাভাইরাস সঙ্কটে টোকিও ২০২০ অলিম্পিক স্থগিত করা উচিত।

জাপানে অবস্থান করা গ্রেট ব্রিটেন তায়কোয়ান্দো পারফরম্যান্স ডিরেক্টর গ্যারি হল জানিয়েছেন, আয়োজকরা এখন ‘বিচলিত’। জুলাইতে গেমস শুরু হওয়ার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।

শুক্রবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ভিন্ন দৃশ্যপট’ টোকিও ২০২০ এর জন্য প্রথমবারের মতো বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইউএসএ সুইমিং শুক্রবার যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিকে সামার গেমস ১২ মাস পিছিয়ে দেওয়ার আবেদন জানাতে অনুরোধ করেছে।

এ সম্পর্কিত আরও খবর