বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি ২০২০ এর শেষ চারে নাম লিখেছে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স হাই স্কুল, রাজশাহী (বি গ্রুপ চ্যাম্পিয়ন) ও আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় (এ গ্রুপ রানার্সআপ)।
সেমিফাইনালে কোয়ালিফাই করা বাকি দুই দল- সরকারি যুবলী স্কুল, দিনাজপুর (এ গ্রুপ চ্যাম্পিয়ন) ও কেরামতিয়া হাই স্কুল, রংপুর (বি গ্রুপ রানার্সআপ)। এই চার দল নিয়ে সেমিফাইনাল হবে আগামী ১৪ মার্চ (শনিবার)।
ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের শেষ দিনে বৃহস্পতিবার (১২ মার্চ) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল (রাজশাহী) ৫-১ গোলে হারিয়েছে কেরামতিয়া হাই স্কুলকে (রংপুর)। মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলকে একাই চার গোল উপহার দেন জাহিদ হাসান। বাকি গোল আসে নূর হোসেনের কল্যাণে। কেরামতিয়া স্কুলের হয়ে একটি গোল শোধ করেন মোহাম্মদ বিশাল।
অন্য ম্যাচে পুলিশ লাইন্স স্কুলকে (ফরিদপুর) ৩-১ গোলে হারিয়েছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় (ঢাকা)। আরমানিটোলার হয়ে দুটি গোল করেন আলী হোসেন তানভীর। তার সঙ্গে গোলের দেখা পান সিয়াম আহমেদ রনিও। পুলিশ লাইন্স স্কুলকে সান্ত্বনার একটি গোল এনে দেন মোস্তাসিরুল হাসান।