রঙের উৎসবে শচীন, হার্দিক, শিখর ধাওয়ান

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 05:00:13

গোটা বিশ্বজুড়েই করোনাভাইরাস আতঙ্ক। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতেও। তবে কোভিড-১৯ থামিয়ে দিতে পারেনি উৎসবের রঙ। হোলির রঙের উৎসবে মেতেছে ভারতীয়রা। যে আনন্দে সামিল তারকা ক্রিকেটাররাও। মঙ্গলবার সকাল থেকেই অন্তর্জালের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখে পড়ছে ক্রিকেটারদের হোলি আয়োজনের ছবি। ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন শচীন টেন্ডুলকার-শিখর ধাওয়ানরা।

করোনা কিছুতেই ম্লান করে দিতে পারেনি উৎসবের রঙ। গায়ে আবির মেখে সময়টা বেশ কাটছে ক্রিকেটারদের। ভক্তদের হোলির শুভেচ্ছা জানালেন শচীন। কিংবদন্তি এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হ্যাভ এ হ্যাপি এন্ড সেফ হ্যাপি হোলি।’

আরেক সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিংও হোলির আনন্দে সামিল। স্ত্রীকে সঙ্গে এই আনন্দ ভাগাভাগির একটি ছবিও পোস্ট করলেন ভাজ্জি। একইভাবে শিখর ধাওয়ানও মেতেছেন উৎসবে।

আন্দে সময় কাটছে  হার্দিক পাণ্ডিয়ারও। বাগদত্তা নাতাশা, ভাই ক্রুণাল পাণ্ডিয়া আর তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে চলছে হোলি উৎসবে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবিও পোস্ট করলেন তারা। সময়টাও ভাল যাচ্ছে হার্দিকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য ঘোষিত ভারতীয় দলে ফিরেছেন এই অলরাউন্ডার। সঙ্গে নাতাশা থাকায় আনন্দের রেশটাও বেড়ে গেল।

শুধু ভারতীয়রাই নয়, অন্য দেশের ক্রিকেটারও এক হয়েছেন হোলির আনন্দে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে তারই জানান দিলেন কেভিন পিটারসেন। সাবেক এই ইংলিশ ক্রিকেটার লিখেছেন- ‘হ্যাপি হোলি’।

এ সম্পর্কিত আরও খবর