বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ এর চূড়ান্ত পর্বের ষষ্ঠ দিনের প্রথম ম্যাচে লোহাগড়া সরকারী পাইলট স্কুলকে (নড়াইল) ১-০ গোলে হারিয়েছে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় (রংপুর)।
বিজয়ী কেরামতিয়া স্কুলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আল আমিন।
দিনের দ্বিতীয় ম্যাচে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে মিউনিসিপ্যাল স্কুলকে (দিনাজপুর)।
শহীদ মামুন মাহমুদের হয়ে আজমুল হোসেন ও চাঁদ শরিফ দুটি করে গোল করেন। একটি করে গোল এনে দেন সাঈদ হোসেন আকিব, ফয়সাল ইসলাম, সাকিল হোসেন ও মোহাম্মদ জিসান।