ওয়ালটন এয়ার কন্ডিশনার জাতীয় রকবল প্রতিযোগিতা-২০২০ এ নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) ২-০ সেটে (২৫-৭ ও ২৫-২১ পয়েন্টে) হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার।
পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশকে ২-১ সেটে (১৭-২৫, ২৫-২০ ও ২৫-৮ পয়েন্টে) চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা হন বাংলাদেশ আনসারের রাজু আহমেদ। আর নারীদের বিভাগে সেরা খেলোয়াড় হন আনসারের সোহেলী আক্তার।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান ও বাংলাদেশ রকবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হাসান ফরিদী ও সাধারণ সম্পাদক ঝর্না আক্তার উপস্থিত ছিলেন।
পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নিয়েছিল এবারের এই টুর্নামেন্টে। পুরুষ বিভাগে অংশ নেওয়া ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।
‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, ফিরোজ স্মৃতি সংসদ ও জগৎপুরা যমুনা ক্লাব। আর ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, খুলনা জেলা, ঢাকা ক্লাব ও সাতক্ষীরা জেলা।
নারীদের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ পুলিশ ও জামালপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, খুলনা জেলা ও জে.বি স্পোর্টিং ক্লাব।