কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২০। কুর্মিটোলা গলফ ক্লাবে ৩১ জানুয়ারি সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট লে: জেনারেল শেখ মামুন খালেদ এবং প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম খান ও ফায়সাল রহমান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো: এনায়েত উল্লাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো: তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব:), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব:), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন লে: কর্ণেল মো: আবদুল বারি (অব:) এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।