কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের প্রয়াণে শোকে মুহ্যমান পুরো বিশ্ব ক্রীড়াঙ্গন। শোকের কালো মেঘে ঢেকে গেছে নেইমারের হৃদয়ের আকাশও। তাই তো খেলার মাঝেই প্রিয় এ খেলোয়াড়কে শ্রদ্ধাঞ্জলি জানালেন ব্রাজিলিয়ান এ তারকা স্ট্রাইকার।
ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেই নেইমার স্মরণ করলেন প্রয়াত এ বাস্কেটবল সুপারস্টারকে।
ম্যাচের ২৮তম মিনিটেই ২০ গজ দূর থেকে বাঁকানো শটে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিড এনে দেন নেইমার।
বিরতির পর ৫২তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেই এক হাতের দুই আঙ্গুল এবং অন্য হাতের চারটি আঙ্গুল উঁচিয়ে দেখান নেইমার। এর মাধ্যমে ব্রায়ান্টের লস অ্যাঞ্জেলেস লেকার্স জার্সি নম্বর ২৪ কে প্রদর্শন করেন তিনি।
পিএসজি তারকা নেইমার বাস্কেটবলের পাড় ভক্ত। ব্রায়ান্টের সঙ্গে দেখাও করেছেন এর আগে। প্রিয় এ তারকার প্রতি শ্রদ্ধা জানাতে মাথা নিচু করে আকাশের দিকে তাক করেন ডান হাতের তর্জনীও।
ফরাসি লিগ ওয়ানের এ ম্যাচ চলাকালে হেলিকপ্টার দুর্ঘটনায় পরলোকে চলে যান পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবে ব্রায়ান্ট। সঙ্গে নিহত হয় তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিয়া ওনোরসহ ৯জন।
ম্যাচ শেষে লিজেন্ড ব্রায়ান্টের (৪১) ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্টও দেন নেইমার।
অন্য দিকে রিয়াল ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে বার্সেলোনার (৪৩) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল তাদের চির শত্রু রিয়াল মাদ্রিদ (৪৬ পয়েন্ট)।
তবে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পেলেও জয় পায়নি জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নরা লিগ ম্যাচের লড়াইয়ে ১-২ গোলে হেরে গেছে নাপোলির কাছে।
আর ট্রানমেরে রোভার্সকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকিট কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শ্রেয়সবুরি টাউন ২-২ গোলে রুখে দিয়েছে লিভারপুলকে। তাই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠতে হলে দ্য রেড শিবিরকে ফের খেলতে হবে শ্রেয়সবুরির বিপক্ষে।