বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ শুরু হয়েছে শনিবার (২৫ জানুয়ারি)। চট্টগ্রাম ভেন্যুতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল এ আসরের। তবে দেশব্যাপী ৯টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৮০টি স্কুল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি আব্দুল রশীদ শিকদার, বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্কুল হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন টুর্নামেন্টের বাছাইকৃত সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন- ‘আগামী বছরগুলোতে স্কুল হকির আয়োজন অব্যাহত রাখা হবে। চট্টগামে একটি হকি টার্ফ স্থাপনে বন্দরনগরীর মাননীয় মেয়রের সহযোগিতা চাই আমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি জঙ্গি বিমান এম এ আজিজ স্টেডিয়াম ঘিরে ফ্লাই পাস্টে অংশ নেয়। এছাড়া এসেম্বলিতে অংশ নেয় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা।
উদ্বোধনী ম্যাচে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ (চট্টগ্রাম) ১০-১ গোলে হারিয়েছে সোনাপুর উচ্চ বিদ্যালয়কে (ফেনী)।
রোববার (২৬ জানুয়ারি) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধন হবে কুমিল্লা ভেন্যুর খেলা।