বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিএসআইএসসি) আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ শেষ হয়েছে মিলিটারি উইং প্রশিক্ষণ মাঠ, সিওডি’তে।
বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: আবু সাঈদ সিদ্দিক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, এএইচকিউ, ঢাকা সেনানিবাস। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস তাসলিম জাহান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআইএসসি-র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান, বিজিবিএম, এনডিসি, পিএসসি, জি+ (অব:), অধ্যয়নরত শিক্ষার্থী, তাদের অভিভাবকগণ, ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট শেষে বিএসআইএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মো: আবু সাঈদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান খেলাধুলার প্রয়োজনীয়তা ও ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন।