ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ নৌবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।
শনিবার (২৮ ডিসেম্বর) পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ২৬-২৪, ২৫-১৮, ২২-২৫, ১৭-২৫ ও ১৫-১১ পয়েন্টে (৩-২ সেটে) বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে পা রাখে।
দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৯-২৫, ২৫-১৪, ২০-২৫, ২৫-২১ ও ১৫-১১ পয়েন্টে (৩-২ সেটে) বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে উঠে যায় শিরোপা নির্ধারণী ম্যাচে।