ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ ২০১৯ শেষ হলো রোববার (২২ ডিসেম্বর)।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ এককের ফাইনালে ভারতের মেইরাবা লুয়াং ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টে মালয়েশিয়ার কেন ইয়ন অংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
মহিলা এককের ফাইনালে থাইল্যান্ডের কৃত্তিপর্ন জিয়ান্তানেত ২১-১২, ১৬-২১ ও ২১-১৬ পয়েন্টে ভারতের ত্রিশা জলিকে হারিয়ে শিরোপা জেতেন।
মহিলা দ্বৈত ইভেন্টে মালয়েশিয়ার চেং সু হুই ও চেং সু ইন জুটি ২১-৮ ও ২১-৭ পয়েন্টে নেপালের জেসিকা গুরুং ও রাসিলা মাহরজন জুটিকে হারিয়ে সেরা হন।
মিশ্র দ্বৈত ইভেন্টে মালয়েশিয়ার গো বুন ঝে ও চেং সু ইন জুটি ২১-৮ ও ২১-১৭ পয়েন্টে স্বদেশী চং ই জ্যাক ও ওং কিয়াও শি ওদেলিয়া জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
পুরুষ দ্বৈত ইভেন্টের অল মালয়েশিয়া ফাইনালে জাস্টিন হো শো উয়ে ও ফাজরিক মোহাম্মদ রাজিফ জুটি ১৩-২১, ২২-২০ ও ২১-১২ পয়েন্টে ইওন ইয়োগিন ইউই ও ঝেন উই অং জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
টুর্নামেন্টে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশের ৪০ জন পুরুষ ও ২২ জন মহিলা শাটলার অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘আসছে জানুয়ারিতে দেশব্যাপী শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করব আমরা। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী বছর উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে। সেই সঙ্গে ১০টি দেশের শীর্ষ র্যাঙ্কিংধারী শাটলারদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে।’