আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে স্কুল হকি প্রতিযোগিতা। ৯টি ভেন্যুতে হবে এ আসর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুনিয়র এশিয়া কাপ ২০২০ এর আয়োজক কমিটির প্রধান থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান, এমপি। কমিটিতে থাকছেন আরো বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। মুজিব বর্ষ উপলক্ষ্যে আগামী জুনে ঢাকায় হবে এ টুর্নামেন্টে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত হয়। তেজগাঁওস্থ বিএএফ শাহীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।
সভায় ২০২০ সালে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যুব ও জাতীয় দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে গঠিত সাব কমিটিগুলোকে তাদের পরবর্তী কার্যক্রমকে সামনে রেখে বাজেট উপস্থাপনের নির্দেশও দেওয়া হয় এ সভায়।