আকাশ কর্পোরেট ব্যাডমিন্টনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুরুষ এককে গ্রামীণফোনের কামরুল ৩-০ সেটে হারিয়েছেন বিমানের জাহিদুলকে।
ঢাকা অফিসার্স ক্লাবে পুরুষ দ্বৈতে তালহা ও তাইফ জুটি ৩-০ সেটে ফয়সাল হায়দার ও আবু রাসেল জুটিকে পরাজিত করেন। নাফি ও শামীম জুটি ৩-১ সেটে হামিদ গ্রুপের মোস্তফা ও তৌহিদুল জুটিকে হারান।
নারী দ্বৈতে হামিদ গ্রুপের সামাহা ও জাভেরিয়া জুটি ৩-০ সেটে বিমানের নিলা ও রোহিনি জুটিকে এবং বিকাশের মুনিয়া ও শিউলি জুটি সমান ব্যবধানে হারান বিমানের রোহিনি ও নিলা জুটিকে।
প্রতিযোগিতায় বেশ ক’টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকাশ, হামিদ গ্রুপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এন্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটন।
দলগুলোর হয়ে ৬০ জন পুরুষ ও ২৫ জন নারী শাটলার অংশ নিচ্ছেন পুরুষ সিঙ্গেলস, নারী সিঙ্গেলস, পুরুষ ডাবলস, নারী ডাবলস ও মিক্সড ডাবলস ইভেন্টে। টুর্নামেন্টের সার্বিক আয়োজনের দ্বায়িত্ব পালন করছে জনপ্রিয় স্পোর্টস ম্যাগাজিন আউটফিল্ড।