আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। ঢাকা অফিসার্স ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত এ কর্পোরেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
নয়টি কর্পোরেট দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকাশ, হামিদ গ্রুপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এন্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটন।
দলগুলোর হয়ে ৬০ জন পুরুষ ও ২৫ জন নারী শাটলার অংশ নেবেন পুরুষ সিঙ্গেলস, নারী সিঙ্গেলস, পুরুষ ডাবলস, নারী ডাবলস ও মিক্সড ডাবলস ইভেন্টে।
উদ্বোধনী অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান, ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সভাপতি রুবাবা দৌলা ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা, শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।