অপরাজিত থেকেই প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ দাবা দল। ১১ খেলায় পূর্ণ ২২ পয়েন্টে পেয়েছে তারা। দাবা লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই ট্রফি জিতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। সাইফ স্পোর্টিং ক্লাব ২০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে হারায়।
বাংলাদেশ পুলিশ দাবা দলের পক্ষে খেলছেন জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার যোবাভা বাহাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়কের দায়িত্বে আছেন ডঃ শোয়েব রিয়াজ আলম।
মঙ্গলবার সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে হারায় সোনারগাঁও চেস ক্লাবকে। দলটির পক্ষে অংশ নেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, বেলারুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফারলি, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
ওয়ালটন দাবা লিগে ১৫ পয়েন্ট করে নিয়ে তিতাস ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী যুগ্মভাবে চতুর্থ-পঞ্চম হয়েছে। এরপরই আছে- শেখ রাসেল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ বিমান, একসেস চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও সোনারগাঁও চেস ক্লাব।
পয়েন্ট তালিকার তলানিতে থাকায় সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও সোনারগাঁও চেস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে।
এবারের দাবা লিগে আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, জর্জিয়া, ভারত, নেপাল, রাশিয়া ও তাজিকিস্তানের ১০ গ্র্যান্ড মাস্টারসহ ৭১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।