ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ নৌবাহিনী ও সোনালী ব্যাংক।
গ্রুপ পর্বের শেষ দিনে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে পড়ে তিন দল- নৌবাহিনী, সেনাবাহিনী ও সোনালী ব্যাংক।
ফাইনালে পা রাখতে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে নৌবাহিনীর বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না সেনাবাহিনীর। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলে লিড নিয়েও নৌবাহিনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে সেনাবাহিনী। ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেনাবাহিনী বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। আর সমান ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে ফাইনালে পা রাখে নৌবাহিনী।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে উড়িয়ে দেয় সোনালী ব্যাংক। সুবাদে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ফাইনালে নাম লিখে তারা।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবে সোনালী ব্যাংক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের হয়ে আরশাদ হোসেন চারটি, মাহবুব হোসেন দুটি ও রাজীব দাস একটি গোল করেন।
দ্বিতীয় ম্যাচে সেনাবাহিনীর হয়ে গোল করেন সোহানুর রহমান ও মামুন মিয়া। নৌবাহিনীর গোল দুটি করেন সারোয়ার হোসেন ও মইনুল ইসলাম।