ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে লড়ছে সোনালী ব্যাংক, নৌ ও সেনাবাহিনী। আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ দিনের লড়াইয়ে চূড়ান্ত হবে দুই ফাইনালিস্টের নাম।
৪ ম্যাচে শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৬ দলের টেবিলে শীর্ষে এখন নৌবাহিনী। সমান ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সেনাবাহিনী ও সোনালী ব্যাংক।
টেবিলের শীর্ষ দুই দল ১৯ ডিসেম্বর ফাইনালে লড়বে। পয়েন্ট সমান হলে বিবেচিত হবে গোল ব্যবধান। ৫ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে বিকেএসপি ও বিমান বাহিনীর। আর ৪ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ পুলিশ ১৭ নভেম্বর খেলবে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ।
রোববার (১৫ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বিকেএসপি-কে।
নৌবাহিনীর হয়ে আশরাফুল ইসলাম চারটি ও মইনুল ইসলাম দুটি গোল করেন। বাকি গোলটি করেন দ্বীন ইসলাম ইমন। বিকেএসপির হয়ে একটি গোল শোধ করেন ওবায়দুল হোসেন।
অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৪-১ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে।
সেনাবাহিনীকে গোল এনে দেন খোরশেদ আলম, সোহানুর রহমান, মামুন মিয়া ও জামাল হোসেন। বিমান বাহিনীর একমাত্র গোলটি করেন প্রসেনজিত রায়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ মোকাবেলা করবে সোনালী ব্যাংককে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনা বাহিনী লড়বে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে।