১৯ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আকাশ’ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯। তিন দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ২১ ডিসেম্বর।
প্রতিযোগিতার সেমি-ফাইনাল ও ফাইনাল হবে ২১ ডিসেম্বর। খেলা হবে ঢাকা অফিসার্স ক্লাবে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সভাপতি রুবাবা দৌলা এক ভিডিও বার্তায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে এসব তথ্য জানান।
টুর্নামেন্টের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে ১৮ ডিসেম্বর ঢাকা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করবে আসরের আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হবে। টাইটেল স্পন্সর ও অন্যান্য স্পন্সর সংবাদ সম্মেলনে তাদের মতামত তুলে ধরবে।