নৌবাহিনীর জয়ের দিনে সেনাবাহিনীর হার

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 16:14:39

ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি ২০১৯ এর তৃতীয় দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে নৌবাহিনীকে এগিয়ে দেন রোমান সরকার। ২৩তম মিনিটে রোমান পূর্ণ করেন নিজের জোড়া গোল। ৩২তম মিনিটে গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান কৃষ্ণ কুমার। ৪০তম ও ৪৭তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন দ্বীন ইসলাম ইমন।

সোমবারের (৯ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৩-৪ গোলে হার মেনেছে সোনালী ব্যাংকের কাছে।

২৪তম মিনিটে সেনাবাহিনীকে গোল এনে দেন মামুন মিয়া। দুই মিনিট বাদে গোল পান আহসান হাবিবও। ৩৫তম মিনিটে তৃতীয় গোলটি করেন হাসান জোবায়ের নিলয়। সোনালী ব্যাংকের হয়ে জোড়া গোল করেন মাহবুব (১৩তম ও ৪৩তম মিনিটে) ও মেহেদী (১৪তম ও ৫৬তম মিনিটে)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রথম ম্যাচে বিকেএসপি লড়বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান মোকাবেলা করবে সোনালী ব্যাংককে।

এ সম্পর্কিত আরও খবর