পদক অনেকেই জেতে। কিন্তু আর্চারির স্বর্ণকন্যা সুমা বিশ্বাসের স্বর্ণপদক জেতার গল্পটা একটু অন্যরকম! আর্চারি দলের সঙ্গে তিনি নেপালে এসএ গেমসে ছিলেন। কিন্তু একেবারে মূল আসরে প্রতিযোগী হিসেবে নেমে পড়বেন-এমন চিন্তাও ছিল না তার। সামনের সারিতে যে আরো তিনজন তারকা আছেন। দলে শ্রেষ্ঠত্বের ক্রম তালিকা অনুযায়ী তিনি ছিলেন চতুর্থ স্থানে। কিন্তু সেই তাকেই হঠাৎ করে সুযোগ দেওয়া হলো। আর তিনিই স্বর্ণপদক জিতে ফিরলেন।
আর্চারির শেষ দিনে নারীদের কম্পাউন্ডের এককে স্বর্ণ জেতার পর সুমা বিশ্বাসের আনন্দের কান্না পোখরায় উপস্থিত সবাইকে ছুঁয়ে গেল। সুমা জানালেন- ‘দেশ থেকে আসার সময় একটা স্বপ্ন দেখছিলাম আমি। ঢাকা থেকে যখন আমাদের বিমান টেকঅফ করবে তখন আমি ভাবছিলাম- হে আল্লাহ আমি যদি বাংলাদেশের পতাকা একটু উড়াইতে পারতাম! একটু যদি স্যালুট দিতে পারতাম। অনেক দিন পতাকাকে স্যালুট দিতে পারছি না। মনে মনে স্বপ্ন দেখতাম-আমার সামনে বিজয় মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ছে, আর আমি স্যালুট দিচ্ছি। আল্লাহ আমার মনের সেই আশা পূরণ করে দিয়েছেন। সত্যি বলছি আমার স্বপ্ন এভাবে সত্যি হবে সেটা কখনোই ভাবতে পারিনি!’
বিজয় মঞ্চে গলায় স্বর্ণপদক এবং চারপাশে বাজছে প্রাণের জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা..... ভালবাসি!’ ডান হাত উঁচিয়ে লাল-সবুজের গর্বের পতাকা স্যালুট করছেন তখন সুমা বিশ্বাস।
বাস্তবে যা ঘটে তার কিছুটা হলেও মানুষ আগে স্বপ্নে দেখতে পায়! সুমা বিশ্বাস এখন নিশ্চয়ই সেটাই ‘বিশ্বাস’ করবেন।
স্বপ্ন দেখে ছিলেন বলেই যে সেটা আজ সফল হয়েছে!