তিনে তিন! রোববার, ৮ ডিসেম্বর গেমসের আর্চারির তিনটি ফাইনাল হলো। তিনটিরই স্বর্ণপদক জিতলো বাংলাদেশ। আর্চারিতে বাংলাদেশের হ্যাটট্রিক স্বর্ণজয় দিয়ে শুরু হলো রোববারের সকাল।
এদিন আর্চারিতে তৃতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ রিকার্ভের মিশ্র দলগত বিভাগ। এই বিভাগে রোমান সানা-ইতি জুটি বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দেন।
ফাইনালে বাংলাদেশের এই জুটি হারিয়েছেন ভুটানকে। এর আগেরদিন শনিবার, ৭ ডিসেম্বর রোমান-ইতি জুটি সেমিফাইনালে ৬-২ সেটে হারিয়েছিলেন নেপালের প্রতিযোগীকে।
আর্চারিতে পাওয়া এই তৃতীয় স্বর্ণজয় দিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সংখ্যা দাঁড়ালো ডাবল ফিগার- দ’শে!
যেভাবে আর্চারিতে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ তাতে রোববার আরো যে তিনটি ইভেন্টের ফাইনাল আছে সেখানেও স্বর্ণপদক জয়ে হট ফেভারিট বাংলাদেশই।