নেপালের কাঠমান্ডু থেকে আরেক সুখবর মিলল। মঙ্গলবার সকালে স্বর্ণপদক জিতেছিলেন কারাতের প্রতিযোগী মোহাম্মদ আল আমিন। সেই আনন্দের রেশ থাকতেই এবার চমক মারজানা আক্তার পিয়ার।
মেয়েদের কারাতের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় সোনার পদক এনে দিলেন পিয়া।
সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। আর ফাইনালেও দেখালেন চমক। এনিয়ে নেপাল এস এ গেমসে তিনটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার অলিম্পিক বলে পরিচিত এই গেমসে এর আগে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা।
মঙ্গলবার সকালে কারাতের কুমি ইভেন্টের অনুর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন মোহাম্মদ আল আমিন। ইভেন্টের ফাইনালে পাকিস্তানের প্রতিযোগিকে হারান তিনি।