১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নেপালের উদ্দেশে রোববার, ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ছেড়েছে বাংলাদেশের জাতীয় সাঁতার দল।
ঢাকা ছাড়ার আগে সকালে নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি সাঁতার দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গেমসে ভালো ফলাফলের প্রত্যাশায় গেমসের পূর্বে সাঁতার দলের নেপালে ২৫ মিটার সুইমিং পুলে প্রায় ১৫ দিনের হাই অলটিটিউট ট্রেনিং ক্যাম্প পরিচালিত হবে।
আসরে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ২২ জন সাঁতারু (১৩ জন পুরুষ ও ৯ জন মহিলা সাঁতারু) অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সাঁতার দলের সঙ্গে আছেন ২ জন কর্মকর্তা (১ জন ম্যানেজার ও ১ জন সহকারী ম্যানেজার) এবং ৩ জন কোচ (১ জন জাপানিজ ও ২ জন দেশী কোচ)
বাংলাদেশ সাঁতার দলে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর পাশাপাশি সুইমার ট্যালেন্ট হান্ট এর ৬ জন সাঁতারু রয়েছে (৩ জন ছেলে ও ৩ জন মেয়ে)।
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু এবং পোখরায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।