দেশে প্রথমবারের মত আকাশ কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। গত ১৪ থেকে ১৬ নভেম্বর যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নারী, পুরুষ, জুনিয়র এবং সাব-জুনিয়রসহ ৭০ জন গলফার অংশগ্রহণ করেন।
যশোর গলফ ক্লাবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে গত শনিবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফ মার্কেটিং মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।
দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। এরই অংশ হিসেবে ভালো মানের গলফার তৈরির সুযোগ ও অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়।