তীর তৃতীয় জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপস শুরু হচ্ছে শনিবার (১৬ নভেম্বর)। দুই দিনের এ প্রতিযোগিতা শেষ হবে ১৭ নভেম্বর।
আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ ডিভিশনে ৩টি ও কম্পাউন্ড ডিভিশনে ২টি ক্যাটাগরিতে পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতা হবে রিকার্ভ জুনিয়র অনূর্ধ্ব-২০, রিকার্ভ ক্যাডেট অনূর্ধ্ব-১৭, রিকার্ভ ইয়াংস্টার অনূর্ধ্ব-১৪ এবং কম্পাউন্ড জুনিয়র অনূর্ধ্ব-২০ ও কম্পাউন্ড ক্যাডেট অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে।
চ্যাম্পিয়নশিপে জেলা, সার্ভিসেস, বিকেএসপি ও ক্লাবসহ ১০টি দল থেকে রিকার্ভ বিভাগে ৫৩ জন পুরুষ ও ২৫ জন মহিলা এবং কম্পাউন্ড বিভাগে ১৫ জন পুরুষ ও ১০ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার সকালে চ্যাম্পিয়নশিপসের উদ্বোধন করবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:)।
এছাড়া আরো উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।