শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর। শিরোপা জয়ের লক্ষ্যে সন্ধ্যায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লড়বে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিপক্ষে।
সাবেক চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী (২০১৫ সালে) যে করেই হোক পুনরুদ্ধার করতে চায় টুর্নামেন্টের শিরোপা। আর তেরেঙ্গানু আসরে চ্যাম্পিয়ন হতে চায় প্রথমবারের মতো।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচটি সরাসরি সন্ধ্যা ৬টা থেকে উপভোগ করা যাবে টিভির পর্দায়।
ইতালিয়ান সেরি এ তে এসি মিলান ঘরের মাঠে খেলবে স্পালের বিপক্ষে। লা লিগায় এইবার-ভিয়ারিয়াল ও গ্রানাডা-গেতাফে ম্যাচও থাকছে দর্শকদের জন্য।
ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য। ক্রীড়া অনুরাগীদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত টেনিসের প্যারিস মাস্টার্স ও ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ।
চলুন দেখে নিই বৃহস্পতিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ফুটবল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
ফাইনাল
চট্টগ্রাম আবাহনী-তেরেঙ্গানু
সরাসরি সন্ধ্যা ৬টা
বাংলা টিভি
ইতালিয়ান সেরি এ
এসি মিলান-স্পাল
সরাসরি রাত ১২টা
সনি টেন টু
লা লিগা
এইবার-ভিয়ারিয়াল
সরাসরি রাত ১২টা
ফেসবুক লাইভ
গ্রানাডা-গেতাফে
সরাসরি রাত ২টা ১৫ মিনিট
ফেসবুক লাইভ
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
স্পেন-তাজিকিস্তান
সরাসরি রাত ২টা
সনি সিক্স
মেক্সিকো-ইতালি
সরাসরি শুক্রবার ভোর ৫টা
সনি টেন ওয়ান
আর্জেন্টিনা-ক্যামেরুন
সরাসরি শুক্রবার ভোর ৫টা
সনি টেন টু
আইএসএল
মুম্বাই-ওড়িশা
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি টু এশিয়া
টেনিস
প্যারিস মাস্টার্স
সরাসরি বিকেল ৪টা
সনি ইএসপিএন