শাস্তি মেনে নিয়েছি: সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 15:58:34

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সর ধরনের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এর পর বিষয়টি নিয়ে মুখ খোলেন সাকিব আল হাসান। তিনি বলেন, আইসিসির শাস্তি আমি মেনে নিয়েছি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আইসিসির শাস্তি ঘোষণার পর বিসিবি কার্যালয়ে হাজির হন সাকিব আল হাসান। বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। বৈঠক শেষে বিসিবি সভাপতিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব।সেখানে শাস্তি মেনে নেওয়ার কথা জানান তিনি।

গণমাধ্যমের সামনে সাকিব বলেন, ‘আমি শাস্তি মেনে নিয়েছি। সকল খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেটটা দুর্নীতিমুক্ত থাকুক। তরুণদের উন্নয়নে আমি কাজ করব। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে আমি দ্রুত ক্রিকেটে ফিরে আসতে পারব।‘ 

সাকিব আরও যোগ করেন. ‘সামনের দিনগুলোতে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) সঙ্গে দুর্নীতি বিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী। আমি নিশ্চিত করতে চাই, আমার মতো ভুল যেন কোনো তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।’

এ সম্পর্কিত আরও খবর