চ্যাম্পিয়ন্স লিগে রাতে নামছে জায়ান্টরা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 16:51:22

আজ বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে রয়েছে দুটি ম্যাচ। মালদ্বীপের টিসি স্পোর্টস মুখোমুখি ভারতের মোহন বাগানের। আর বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী খেলবে লাওসের ইয়াং এলিফ্যান্টসের বিপক্ষে।  

রাতে রয়েছে ইউরোপ সেরাদের লড়াই। আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসির বার্সেলোনা লড়বে স্লাভিয়ার মাঠে। কোচ জুর্গেন ক্লপের লিভারপুল আতিথ্য নিবে গেঙ্কের ঘরে। আর আয়াক্সের মাঠ সফরে যাচ্ছে চেলসি। থাকছে ক্লাব ইন্টার-মিলান ডর্টমুন্ড ও সালজবুর্গ-নাপোলির লড়াইও।  

আর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য। ক্রীড়া অনুরাগীদের জন্য প্রস্তুত টেনিসের ভিয়েনা ওপেন, বিজয় হাজারে ট্রফি, এনবিএ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই।

চলুন দেখে নেই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
টিসি স্পোর্টস-মোহন বাগান
সরাসরি বিকেল ৪টা
বাংলা টিভি

চট্টগ্রাম আবাহনী-ইয়াং এলিফ্যান্টস
সরাসরি সন্ধ্যা ৭টা
বাংলা টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
আয়াক্স-চেলসি
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ

লিপজিগ-জেনিত
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি সিক্স, সনি সিক্স এইচডি ও সনি লাইভ

স্লাভিয়া-বার্সেলোনা
সরাসরি রাত ১টা
সনি টেন ওয়ান

গেঙ্ক-লিভারপুল
সরাসরি রাত ১টা
সনি সিক্স

ইন্টার-মিলান ডর্টমুন্ড
সরাসরি রাত ১টা
সনি টেন টু

লিল-ভ্যালেন্সিয়া
সরাসরি রাত ১টা
সনি টেন থ্রি

সালজবুর্গ-নাপোলি
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন

আইএসএল
গোয়া-চেন্নাইয়িন
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি টু এশিয়া

ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
কানাডা-আয়ারল্যান্ড
সরাসরি বিকেল ৪টা ১০ মিনিট
সনি টেন থ্রি

হংকং-জার্সি
সরাসরি রাত সাড়ে ৯টা
সনি টেন থ্রি

বিজয় হাজারে ট্রফি
সরাসরি সকাল সাড়ে ৯টা
স্টার স্পোর্টস টু

টেনিস
ভিয়েনা ওপেন
সরাসরি সন্ধ্যা ৬টা
সনি ইএসপিএন

এনবিএ
এলএ ক্লিপার্স-এলএ লেকার্স
সরাসরি সকাল সাড়ে ৮টা
সনি সিক্স

এ সম্পর্কিত আরও খবর